
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) বিকেলে লালুয়া মুক্তিযোদ্ধা বাজার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও লালুয়া ইউনিয়ন সাংগঠনিক পর্যবেক্ষণ টিমের টিম প্রধান মোঃ মুসা তাওহীদ নাননু মুন্সী। তিনি তার বক্তব্যে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও টিম সদস্য মোঃ রফিকুল ইসলাম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম সদস্য বিশ্বাস শফিকুর রহমান টুলু এবং সাংগঠনিক সম্পাদক ও টিম সদস্য মোঃ সেলিম সিকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন খান, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আঃ খালেক তালুকদার, সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান প্যাদা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল তালুকদার, সাধারণ সম্পাদক আঃ সালাম মাঝি এবং ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অসীম বিশ্বাস।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম (মন্টু)। আরো বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনি জামাল, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সোবহান মৃধা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন তালুকদার ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ বশির।
সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় লালুয়া ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।