
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাদল মৃধা। উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মোঃ রুহুল আমিন অভি। প্রধান বক্তা ছিলেন ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আলমগীর হাওলাদার।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদার, সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম শাহীন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাফিজুর রহমান পিন্টু গাজী, যুগ্ম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, আহ্বায়ক মোঃ আল আমিন খান, মোঃ মুছা,মোঃ রেজাউল করিম শামিম প্রমুখ।
সম্মেলন শেষে তিনটি ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হয়। ৪ নং ওয়ার্ড কমিটি: সভাপতি মোঃ আমিনুল সর্দার, সহ-সভাপতি মাহতাব মাহতুব্বর, সাধারণ সম্পাদক মোঃ মিরাজ মুন্সী। ৫ নং ওয়ার্ড কমিটি: সভাপতি মোঃ সুজন মোল্লা, সহ-সভাপতি উজ্জ্বল খান, সাধারণ সম্পাদক তুহিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুলহাস হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শিমুল প্যাদা। ৬ নং ওয়ার্ড কমিটি: সভাপতি মোঃ তৌহিদুর ইসলাম মৃধা, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু বকর মীর, সাধারণ সম্পাদক মোঃ রাসেল চৌকিদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিরন হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাকির হোসেন বাদল মৃধা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”