
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ক্যারাম চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট- ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে মিয়া পাড়া স্পের্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. এরশাদ উকিল।
মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী ম্যাচে চতলা বাজার টিএম ক্রীড়া একাদশ বনাম প্রত্যাশা ক্রীড়া একাদশ অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।
মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. এরশাদ উকিল জানান, ‘মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ ও যুবকদের গুরুত্ব
অপরিসীম। তাই তরুণ ও যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।’