
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মোঃ ইয়াসিন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার বাসিন্দা ও রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন মোঃ ইসমাইল হোসেন বাপ্পির একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাপ্পির স্ত্রী ও ছেলে ইয়াসিনকে নিয়ে তার নানা মনির খানের বাড়িতে বেড়াতে যান। সেখানে খেলাধুলার এক পর্যায়ে পুকুরে ডুবে যায় ইয়াসিন। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।