1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

লালমোহনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভোলার লালমোহন উপজেলায় ৩ দিনের কর্মসূচির সমাপনিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, বিএনপি নেতা শফিউল্যাহ হাওলাদার, সোহেল আজীজ শাহিন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ আরো অনেকে।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, যখন এই দেশে গণতন্ত্রের মুখ বন্ধ করে দেয়া হয়েছিল তখন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের লক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে গণতন্ত্র ফিরিয়ে আনেন। তবে এরশাদ ও আওয়ামী স্বৈরশাসক গলা টিপে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। এরপরও বিএনপি এদেশের মানুষের সমর্থন নিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছে।

জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি আবারো রাস্ট্রক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এরআগে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লালমোহনে ৩দিনের কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান, খালে মাছের পোনা অবমুক্ত ও প্রীতি ফুটবল ম্যাচ শেষে বুধবার সর্বশেষ কর্মসূচি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network