
ইফতেখার শাহীন, বরগুনা// বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনায় সদর উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে সকাল ১১ টায় বরগুনা শহরের টাউন হল সড়ক হতে এক বর্নাঢ্য র্যালি ও আনন্দ মিছিল বের হয়ে বরগুনা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়।
সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা।
আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মাষ্টার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবিরসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হক হাওলাদার।