
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ আগামী নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেন কে এমপি করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা মোসাঃ নার্গিস আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা, সাধারণ সম্পাদিকা মনি বেগম ও সাংগঠনিক সম্পাদিকা লাইজু বেগম।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সদস্য মোসাঃ চায়না আক্তার এবং সঞ্চালনা করেন উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ফাতেমা নাসরিন সীমা। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নার্গিস জামাল, চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম ক্বারী, যুব বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের দমন-পীড়নে জনগণ আজ অতিষ্ঠ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনেত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে মহিলা দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনের থেকে এবিএম মোশাররফ হোসেনকে এমপি নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। এ লক্ষ্যে নতুন কমিটি কাজ করবে।
পরে উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি চাকামইয়া ইউনিয়ন মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করেন। এতে মোসাঃ চায়না আক্তারকে সভাপতি, জেসমিন আক্তার ডলিকে সাধারণ সম্পাদক, শিল্পী বিশ্বাসকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং হামিদা বেগমকে সাংগঠনিক সম্পাদক করা হয়।