
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। প্রধান বক্তা ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মোঃ হারুন এবং সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নসু। বিশেষ বক্তা ছিলেন কলাপাড়া পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির মোল্লা মিন্টু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার।
উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মজিবর আকনের সভাপতিত্বে এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চাকামইয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ক্বারী মোঃ ইব্রাহিম, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মজিবর মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ আনসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, ১ নং সদস্য খন্দকার মোঃ মাসুম ও ইউনিয়ন শ্রমিক দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মুছা গাজী।
সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মোঃ হারুন। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন মোঃ মনির হোসেন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক গাজী ও মোঃ জাকির হোসেন প্যাদা, সাধারণ সম্পাদক মোঃ রনি গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হাওলাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ফুর্তি হাওলাদার।
সম্মেলনে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে এবিএম মোশাররফ হোসেনকে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। এ লক্ষ্যে সদ্য ঘোষিত নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।