1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তজুমদ্দিনে টাইফয়েড দিকাদান কর্মসূচি উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

তজুমদ্দিনে টাইফয়েড দিকাদান কর্মসূচি উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি।। ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আগামী টাইফয়েড দিকাদান কর্মসূচি ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাহাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান।

আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, প্রেসক্লাব আহবায়ক মীর সাইদুল হক মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী প্রমূখ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, টাইফয়েড প্রতিরোধে শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে। এ কর্মসূচি বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)বাংলাদেশ, গাভী(Gavi), পাথ (PATA), ইউনিসেফ সহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে।

১৫ বছরের কম বয়সী শিশুর জন্য ০৫ অক্টোবর ২০২৫ এর মধ্যে www.vaxepi.gov.bd ওয়েবসাইট এর মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাধি। তাই এ টিকা কার্যক্রমকে সফল করতে সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network