
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. সিয়াম নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেষখালী এলাকায় এ ঘটনা ঘটে। শিশু সিয়াম একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিনার মসজিদ এলাকার মো. রাজুর ছেলে।
স্থানীয়রা জানান, শিশু সিয়ামের বাবা-মা জীবিকার তাগিদ ঢাকায় থাকেন। যার জন্য সিয়াম মহেষখালীর সরকারি একটি আবাসনে তার নানির সঙ্গে থাকতো। বুধবার স্থানীয় শিশুদের সঙ্গে খেলাধুলা শেষে পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় সিয়াম। তবে দীর্ঘ সময় সিয়ামকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তার নানি।
স্থানীয় এক ব্যক্তি গোসল করতে ওই পুকুরে নামলে তার পায়ের সঙ্গে ওই শিশুর মরদেহের স্পর্শ হয়। পরে খলিল নামে আরেক ব্যক্তি পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখানের চিকিৎসক শিশু সিয়ামের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।