
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির গাভারামচন্দ্রপুর ইউনিয়নে কৃষক দলের ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উদচড়া প্রাথমিক বিদ্যালয়ে গাভারামচন্দ্রপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষক দলের ইউনিয়ন সভাপতি আলম ডাকুয়া সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সভাপতি তকদির হোসেন, প্রধানবক্তা ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুটুল, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ হাফিজ মল্লিক, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন খন্দকার সহ ইউনিয়ন নেতৃবৃন্দে। বক্তারা বলেন বিএনপির ধানের শীষ মার্কা জয়যুক্ত করার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করতে হবে। জনগনের আস্থা অর্জন করতে হবে।