1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গরু জবাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

গরু জবাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মুন্সীগঞ্জের সিরাজদীখানে গরু জবাই শেষে মাংস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজারের খান মঞ্জিল ভবনের ওমর বিন খাত্তাব (রা.) মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।

সে জেলার শ্রীনগর উপজেলার সুন্দারদিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাকির হোসেনের ছেলে। এ ঘটনায় ছাত্রের স্বজনরা মাদরাসার মুহতামিম এনামুল হক (৬৫) ও তার ছেলে আহমাদুল্লাহকে (২৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চোরমদ্দন গ্রামের বাসিন্দা বুলু মিয়া (৪০) একটি গরু দান করেন ওই মাদরাসায়। দানে পাওয়া গরুটি বুধবার রাতে মাদরাসার ছাত্রদের দিয়ে জবাই করা হয়। পরে ভবনের ছয়তলায় মাংস কাটছিলো ছাত্ররা।

এতে সেখানে বৈদ্যুতিক তার টানা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ওই বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হয় ইশতিয়াক। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ২টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদরাসা ছাত্রের মামা মো. রমজান আলী অভিযোগ করে বলেন, ইশতিয়াক বিদ্যুতায়িত হওয়ার খবর আমাদের জানানো হয়েছে রাত ৩টার দিকে। অথচ ঘটনা ঘটে তারও কয়েক ঘণ্টা আগে।

আবার ঘটনার দীর্ঘ সময় পর ইশতিয়াককে হাসপাতালে নেওয়া হয়। এত দেরি কেন হলো-তার তদন্ত করা প্রয়োজন। আমাদের সন্দেহ হচ্ছে ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

তিনি আরও বলেন, একটি মাদরাসার কোমলমতি শিশুদের দিয়ে গরু জবাইয়ের মতো কাজ করানো অমানবিক। আমরা সন্তানকে দ্বীনি শিক্ষার জন্য পাঠিয়েছিলাম। লাশ হয়ে ফিরতে নয়।এ প্রসঙ্গে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর ছিদ্দিক বলেন, ময়নাতদন্তের জন্য মাদরাসা ছাত্রের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network