
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় স্থিতিস্থাপক বাস্তুসংস্থান ও পরিবেশের ভারসাম্য রক্ষায় “কোস্টাল হারমনি রেজিলিয়েন্ট ইকোসিস্টেম” নামক প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। গুডনেইবারস বাংলাদেশ ও জাগোনারীর অংশীদারিত্বে সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুডনেইবারস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. বাটিন গোমেজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইয়াসিন সাদিক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাগোনারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিপিপি সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী মোঃ জিয়াউল হক জসিম, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, ধুলাসার ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম, লতাচাপলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও গুডনেইবারস বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর রিসোর্স ডেভেলপমেন্ট ইউনিট ও কোস্টাল হারমনি রেজিলিয়েন্ট ইকোসিস্টেম প্রকল্পের সমন্বয়কারী (কলাপাড়া ও তালতলী)।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রকল্পটি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিযোজন এবং পরিবেশের সামগ্রিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।