1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পানির মধ্যেই ক্লাস চলছে প্রাথমিক বিদ্যালয়ে - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

বরিশালে পানির মধ্যেই ক্লাস চলছে প্রাথমিক বিদ্যালয়ে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;?algolist: 0;?multi-frame: 1;?brp_mask:0;?brp_del_th:null;?brp_del_sen:null;?delta:null;?module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 47;

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ১৩০ নং দক্ষিণ ভূতেদিয়া নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হলেও, দীর্ঘ ৩৫ বছরেও এই বিদ্যালয়ে একটি পাকা ভবন নির্মিত হয়নি।

 

বিদ্যালয়টি চরণভূমিতে (নিচু জমিতে) অবস্থিত হওয়ায় বছরের ছয় মাসই পানি জমে থাকে। ফলে কোমলমতি শিক্ষার্থীরা জলাবদ্ধ অবস্থায় ক্লাস করতে বাধ্য হচ্ছে। এতে পাঠদানের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছে শিশুরা।

 

বিদ্যালয়ে বর্তমানে ৬ জন শিক্ষক ও ৫৮ জন শিক্ষার্থী রয়েছে। প্রায় ৪৭ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হলেও, আজও মাটির ঘরেই চলছে শিক্ষাকার্যক্রম।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম খান বলেন, বিদ্যালয়টি বহুবার অবকাঠামো উন্নয়নের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু আজও কোনো সাড়া পাওয়া যায়নি। বর্ষাকালে ছাত্রছাত্রীদের বসানোই কষ্টকর হয়ে পড়ে।

 

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনিতা রানী দত্ত বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে স্কুলটির জন্য পাকা ভবন বরাদ্দের সুপারিশ পাঠাবো।

 

উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলায় মোট ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যার মধ্যে একমাত্র এই বিদ্যালয়টিতে এখনো পাকা ভবনের ছোঁয়া লাগেনি।

 

স্থানীয়দের দাবি, ভবনের অভাবে বছরের পর বছর কোমলমতি শিশুদের এভাবে দুর্ভোগে না রেখে দ্রুত একটি পাকা ভবনের ব্যবস্থা করা হোক।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network