
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তার ব্যক্তিগত আদর্শ ও নীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠেছে উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের কারণ জানালেন মায়া
সংবাদ সম্মেলনে মায়া বলেন, দায়িত্ব পালনকালে তিনি সবসময় নীতি, সততা ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে তার ব্যক্তিগত নৈতিকতা ও সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, ‘রাজনীতিতে সবচেয়ে বড় মূলধন হলো বিশ্বাসযোগ্যতা। সেই বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগে আমি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’
তবে তিনি স্পষ্ট করে জানান, এ সিদ্ধান্ত কারও প্রতি অভিযোগ নয়, বরং নিজের বিবেকের জায়গা থেকেই দায়িত্ব ছাড়ছেন। একই সঙ্গে তিনি অঙ্গীকার করেন, পদত্যাগের পরও সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক কার্যক্রম চালিয়ে যাবেন।
দলের প্রতি শুভকামনা
শামীমা সুলতানা আশা প্রকাশ করেন, এনসিপি সামনে আরও গণমুখী হয়ে স্বচ্ছ রাজনীতির চর্চায় দৃঢ় ভূমিকা রাখবে।
অভিযোগ নিয়ে পাল্টা বক্তব্য
মায়ার পদত্যাগ প্রসঙ্গে এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, মায়াসহ কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে এবং সেগুলোর সত্যতাও মিলেছে। কেন্দ্রীয় নেতৃত্বকে এ বিষয়ে লিখিতভাবে জানানো হয়েছে। তার মতে, কেন্দ্রীয় সিদ্ধান্তের আগে হয়তো মায়া স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন।