
পিরোজপুর প্রতিনিধি// পিরোজপুর সদর উপজেলায় নরসুন্দরদের স্বাস্থ্য সুরক্ষা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালাটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মোর্তুজা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ।
কর্মশালার উদ্দেশ্য ছিল নরসুন্দরদের পেশার ইতিহাস ও ঐতিহ্য জানানো, তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা এবং নরসুন্দর ও সেবা গ্রহীতাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করা।
মূল প্রবন্ধ উপস্থাপক ডা. গোলাম মোর্তুজা নরসুন্দর ও সেবা গ্রহীতাদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানের অতিথিরা নরসুন্দরদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং প্রয়োজন অনুযায়ী সমাধানের আশ্বাস দেন।
সমাপনীতে উপস্থিত নরসুন্দরদের হাতে দুটি করে অ্যাপ্রোন ও গাউন এবং প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।