
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে দুর্বৃত্তরা বোমা হামলা ও গুলি চালিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার আইচগাতী এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ওসি মাহফুজুর রহমান। স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দ শুনে লোকজন বাইরে বের হলে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। হামলাকারীরা সবাই হেলমেট পরা ছিল এবং বেশিরভাগই মধ্যবয়সী।
এ প্রসঙ্গে শেখ আবু হোসেন বাবুর ভাতিজা শেখ আবু নাসের সিয়াম বলেন, আমি বাসায় ঢোকার কিছুক্ষণ পরই বোমার শব্দ শুনতে পাই। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে এর আগে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। এতে সবার মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, দুর্বৃত্তরা আবু হোসেন বাবুর বাড়িতে ২টি ককটেল নিক্ষেপ করে। পরে লোকজন ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় তারা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।