1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আজ বরিশালে এনসিপির পদযাত্রা, প্রস্তুতি সম্পন্ন - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

আজ বরিশালে এনসিপির পদযাত্রা, প্রস্তুতি সম্পন্ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক || বরিশালে এনসিপির পদযাত্রা আজ মঙ্গলবার, প্রস্তুতি সম্পন্ন দেশ গঠনের লক্ষে বিচার, সংস্কার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়ে বরিশালে পদযাত্রা ও পথসভা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টায় সিটি কর্পোরেশনের সম্মুখে এই আয়োজনকে ঘিরে দলটির পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই রাজনৈতিক দলটির বরিশালে প্রথমবারের মতো কর্মসূচিকে সামনে রেখে সোমবার (১৪ জুলাই) নগরীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন এনসিপির নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জানানো হয়, আজ মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টায় বরিশাল নগরীতে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। এর আগে শহরের রুপাতলী থেকে পরিবহনযোগে হাসপাতাল রোডের অমৃত লাল কলেজ মোড় পর্যন্ত গিয়ে সেখান থেকে পদযাত্রা শুরু হবে।

এরপর হাসপাতাল রোড, জেলখানা মোড়, সদর রোড হয়ে ফজলুল হক এভিনিউয়ে পৌঁছাবে পদযাত্রটি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে পদযাত্রা সমাপ্ত হবে। ওই সমাবেশে দলটির আহবায়ক নাহিদ ইসলামসহ অর্ধশত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগ দেবেন এবং তাদের মধ্যেকার উল্লেখযোগ্য নেতারা বক্তব্য রাখবেন।

এনসিপি বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা মুঠোফোনে রূপালী বাংলাদেশেকে বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ন্যায়বিচার, প্রশাসনিক সংস্কার, দেশ পুনর্গঠন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন। সেই সঙ্গে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, এনসিপি ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সদস্য কাজী সাইফুল ইসলাম, জেলার যুগ্ম আহ্বায়ক এমএম সাইফুল মুন্সি, মাসুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ এবং মহানগরের সাংগঠনিক নেতা মাহিন মোর্শেদ প্রমুখ।

জানা গেছে, আজকের এই পদযাত্রা সফল করতে সোমবার বিকেলে বরিশাল নগরীর সদর রোডে গণসংযোগ করেন দলটির নেতাকর্মীরা। অনুরূপভাবে মঙ্গলবার সকলেও তারা গণসংযোগ করবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network