
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় আকিমজান নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-৮ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মো. শরীফ উপজেলার চরভূতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লেঙ্গুটিয়া এলাকার মো. মিন্টুর ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, ঘটনার পর থেকে মো. শরীফসহ অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যায়।
এরপর র্যাব-৮ এবং র্যাব-৬ এর যৌথ অভিযানে তথ্য-প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে মামলার প্রধান আসামি শরীফের অবস্থান শনাক্ত করা হয়। অবস্থান অনুযায়ী মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা জেলার সদর থানার ভাদড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাবের চৌকস টিম।
র্যাব আরো জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে র্যাব। সা¤প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যার মত নেক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত আসামিদেরও দ্রæততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে র্যাব।
দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে এবং সন্ত্রাসীমূলক কার্যক্রম প্রতিরোধে র্যাবের এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়। প্রসঙ্গত, চলতি মাসের ১ তারিখ দিবাগত রাতে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লেঙ্গুটিয়া এলাকার তোফাজ্জল ইসলামের বাড়িতে বসতঘরের দরজা ভেঙে বৃদ্ধা আকিমজানকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তোফাজ্জল ইসলাম এবং তার পুত্রবধূ তানিয়াকে অজ্ঞান করে নগদ ৮০ হাজার টাকা ও ৮ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করা হয়।