1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিষ্কৃত আ.লীগ নেতা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিষ্কৃত আ.লীগ নেতা

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ও বুরাইচ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব ওরফে পান্নু মিয়া বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের এক জনসভায় কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের হাতে ধানের শীষ আকৃতির প্লাস্টিকের ফুল তুলে দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। বিএনপিতে যোগ দেওয়ার পর আব্দুল ওয়াহাব বলেন, “আমি আগে কোনো দলে যোগ দেইনি। আজই বিএনপিতে যোগ দিয়ে রাজনীতিতে আমার আত্মপ্রকাশ ঘটল।”

তবে তার এই দাবি নাকচ করে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা বলেন, আব্দুল ওয়াহাব ২০১৭ সালে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তখনই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ২০২২ সালের নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।

অনুষ্ঠানে প্রধান অতিথির কৃষক দল নেতা খন্দকার নাসিরুল ইসলাম (ফরিদপুর-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী) বলেন, “এই ইউনিয়নে আমাদের দলের কিছুটা দুর্বলতা ছিল। আব্দুল ওয়াহাবের যোগদানের ফলে আমরা দ্রুত সে দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুরাইচ ইউপি বিএনপির সভাপতি বজরুল রশিদ, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া এবং আলফাডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network