
নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. শাহাদাৎ হোসেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজার থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে জনমত তৈরিতে কথা বলেন। এসময় তিনি আগামী নির্বাচনে বৈষম্যহীন আধুনিক উন্নত বাংলাদেশ গড়তে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাড. মো. মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, সিনিয়র সহসভাপতি জুলফিকার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, কুশঙ্গল ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাড. মিজানুর রহমান আলমগীর প্রমুখ। গণসংযোগকালে উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগের একপর্যায় তাঁতী দলের উদ্যোগে ইউনিয়নের সেওতা এলাকায় আয়োজিত পথসভায় অংশগ্রহণ করেন অ্যাড. মো. শাহাদাৎ হোসেন। পথসভা শেষে সেওতা বাজারে সার্বজনীন দুর্গা মন্দিরে সনাতনী ধর্মলম্বী মানুষদের সাথে দুর্গোৎসব নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে মতবিনিময় করেন। হিন্দু সম্প্রদায়ের সকলে যাতে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারে সেজন্য দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।