
মোঃমনছুর আলম ভোলাঃ পি আর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ প্রণয়ন, ফ্যাসিষ্ট জুলুম নির্যাতন ও গণহত্যার বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভিক্ষুক মিছিলটি ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড়ে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির ভোলা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, পৌর আমির জামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশের ছাত্র জনতা ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে যেই উদ্দেশ্যে তাড়িয়েছে এবং ডঃ ইউনুসের নেতৃত্বে এ সরকারকে যে কারণে বসিয়েছে সেই সুফল এখনো বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে নাই। যার কারনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫দফা দাবি নিয়ে আবার রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। আমরা আশা করছি আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ প্রণয়ন, ফ্যাসিষ্ট হাসিনার জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচারের দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ।