1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়ের মৃত্যুতে শোকের ছায়া - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়ের মৃত্যুতে শোকের ছায়া

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধিঃ- পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার গলাচিপা প্রতিনিধি এবং আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় (৫৬) আর নেই। তিনি শুক্রবার রাত ১১ টা ৫৬ মিনিটে মাদারিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে ও আত্মীয়- স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সমিত কুমার দত্ত মলয় দীর্ঘদিন সাংবাদিকতা ও শিক্ষকতার সঙ্গে জড়িত থেকে গলাচিপার সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর হিসেবে তিনি এলাকায় ব্যাপকভাবে পরিচিত ছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি একজন শিক্ষাবিদ হিসেবে তিনি প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষা দিয়েছেন মানবিকতা, সততা ও নৈতিকতার পাঠ। তার মৃত্যুতে প্রেসক্লাব, শিক্ষক সমাজ, সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় “আমরা শুধু একজন সহকর্মীকে হারাইনি, হারিয়েছি এক অভিভাবকসুলভ নেতৃত্বদানকারী ব্যক্তিত্বকে। সাংবাদিক সমাজের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।” পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টায় মরদেহ তার নিজ গ্রামের বাড়ি ডাকুয়া ইউনিয়নের আটখালীর বাড়িতে নিয়ে যাওয়া হয়।

সেখানে আত্মীয়- স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী দের শেষ শ্রদ্ধা নিবেদন শেষে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গলাচিপা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মানুষ দীর্ঘদিন তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network