1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি// চরফ্যাশনে এসএসসি/দাখিল জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে জিয়া পরিষদ চরফ্যাশন উপজেলা ও পৌর শাখা।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় চরফ্যাশনের ব্রজ গোপাল টাউন হলে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম বলেন, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের এই কৃতিত্ব সামনের দিন গুলোতেও ধরে রাখতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতির ভবিষ্যৎ। এ জন্য তাদেরকে আরো ভালো পড়ালেখা করতে হবে। এজন্য পরিশ্রমী, তথ্য প্রযুক্তি ও আন্তর্জাতিক ভাষা ইংরেজীতে দক্ষ হতে হবে। নাজিম উদ্দিন আলম আরো বলেন, বিএনপির শাসন আমলে পরীক্ষায় নকল ছিলো না। গত ১৫ বছর পরীক্ষায় নকলে সয়লাব করে শিক্ষাক্ষেত্র ধ্বংস করেছিলো। শেখ হাসিনা ও তার দলের লোকেরা দেশের টাকা লুটপাট করছে বলেই জনরোষে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শহীদ জিয়ার দেখানো পথে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দুর্নীতিমুক্ত থেকে সবাইকে দেশের জন্য কাজ করে যেতে হবে।

 

জিয়া পরিষদ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলম শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাৎ হোসেন সায়েদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক জাকির হোসেন, অভিভাবক অধ্যাপক নজরুল কবির, জিয়া পরিষদের পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সুমাইয়া রিয়া ও মাহাদী আল ইসলাম মাহি।

 

জিয়া পরিষদ চরফ্যাশন পৌর শাখার সভাপতি হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা এসএসসি সমমান ১০৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী’র হাতে সম্মাননা ক্রেস্টসহ বৃত্তি তুলে দেন। এ সময় কৃতি শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ,সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network