
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠীতে শান্তি পূর্নভাবে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন চলায় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে ঝালকাঠী জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।
বুধবার (১ অক্টোবার) সন্ধ্যায় মহা নবমীতে ঝালকাঠী সদর উপজেলার পুজা মন্ডব সমুহ পরিদর্শন এবং শুভেচ্ছা উপহার প্রদান করার সময় পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং ভক্তরা ইতিপুর্বে একটি দল তাদের নিজেদের সম্পত্তি মনে করে আওয়ামী ট্যাগ লাগিয়ে দেয়া হয়েছে যা সঠিক নয়।
তাহারা জানান জেলা বিএনপির সদস্য সচিব এর দিকনির্দেশনায় সার্বিক সহযোগীতা পেয়ে শান্তিপূর্ণ পরিবেশ ধর্মীয় অনুষ্ঠান পালন সহ শান্তিতে বসবাস করছেন এ জন্য তাহারা বিএনপির পাশে থাকবেন।
পুজা মন্ডব পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসার এস এম এজাজ হাসান, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের সভাপতি প্রফেসার রিয়াছুল আমিন জামাল সিকদার, সহ-সভাপতি বাবু চন্দন পোদ্দার, আজিজুর রহমান বশির, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কৃত্তিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিসুজ্জামান চপল, যুগ্ম সম্পাদক হেমায়েত মল্লিক,সাংগঠনিক সম্পাদক সৈয়দ রেজাউল করিম, জেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু সহ বিএনপি ও অঙ্গ সংগঠন এর বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
নবমীর দিনে সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বেরমহল, শেওড়াকাঠি, নবগ্রাম ইউনিয়নের হিমানন্দকাঠী এবং কৃত্তিপশা ও বিনয়কাঠী ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেন। পুজায় আগাত সনাতন ধর্মাবলম্বী জনসাধারণ এবং পুজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্য জেলা বিএনপির সদস্য সচিব বলেন বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। বাংলাদেশে আবহমানকাল ধরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একসাথে মিলে মিশে আছি থাকবো। আমাদের মধ্যে সম্প্রতির বন্ধুন অটুট থাকবে।