
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকায় পরিবেশ ও জনসাধারণের স্বার্থ উপেক্ষা করে খালের মাঝখানে গড়া ও টিনের বেড়া দিয়ে পানি ও নৌ চলাচলে বাধা সৃষ্টি করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাহাঙ্গীর হাওলাদার নামে এক প্রভাবশালী ব্যক্তি।
স্থানীয়রা জানান, ভান্ডারিয়ার হেতালিয়া খালের সুইজগেট থেকে পাঁচ কিলোমিটার জুড়ে চরখালী প্রবহমান খালের মাঝখানে অবৈধ ভাবে গড়া ও টিন দিয়ে খাল বন্ধ করে স্থানীয় প্রভাশালী মো. জাহাঙ্গীর হাওলাদার মাছ শিকার করছেন। যারফলে চরখালী প্রবহমান খালের পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং নৌ যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
খালের দুই তীরের মানুষজন জলপথে চলাচলের সুযোগ হারিয়ে বিপাকে পড়েছেন। এতে খালে কচুরিপানা আটকে পানি ব্যবহারের অনুপযোগি হয়ে পড়ছে। অন্য দিকে খালে পানি বাঁধা গ্রাস্ত হয়ে নব্যতা কমে খালটি দিন দিন ভরাট হওয়ার পথে। সেই সাথে খালে মাছের প্রজনন বধাগ্রস্থ হচ্ছে।
এ বিষয় এলাকা বাসী প্রতিবাদ করলে তাদের প্রতি হুমকি সহ বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে নাজেহাল করছেন অভিযুক্ত প্রভাবশালী। তিনি বর্তমানে একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে এসকল কাজ করে যাচ্ছেন বলে এলাকাবাসির অভিযোগ। ফলে এলাকাবাসী প্রতিবাদ করতে পারছেননা।
ভান্ডারিয়া উপজেলা জেলে সমিতির সাধারণ সম্পাদক মহসিন বলেন, খাল আটকে মাছ শিকার বে-আইনি। প্রবহমান খাল আটকে মাছ শিকার করলে একদিন খাল নব্যতা হারাবে। কচুরিপানায় ভরাট হয়ে যাবে। দেশী প্রজাতির মাছের প্রজননসহ নানা সংকট দেখা দেবে।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৈয়দ নজরুল ইসলাম বলেন বিষয়টি আমাদের জানা নেই তবে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, মৎস্য কর্মকর্তা মাধ্যমে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।