
চরফ্যাশন(ভোলা)প্রতিবেদক।। ভোলার চরফ্যাশন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে আজিজ (৬৮) নামের এক কৃষকের বাগানের গাছ কেটে উজাড় করে কাটার বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে প্রতিবেশীরা। এতে কৃষক পরিবারের অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। অভিযোগ পাওয়া গেছে একই ওয়ার্ডের প্রতিবেশী সুলতান হাওলাদারের ছেলে লিটন (৪০) ও তার ভাই শাহাবুদ্দিন (৩৫) এর বিরুদ্ধে।
ভুক্তভোগী কৃষক আজিজ বলেন, ১৯৮৫ সালে সুলতান হাওলাদারের কাছ থেকে ১ একর ৭ শতাংশ জমি ক্রয় করে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছি। মঙ্গলবার সকালে আমি কৃষি কাজে বের হওয়ার পরপরই সুলতান হাওলাদারের ছেলে প্রতিপক্ষ আমার প্রায় ৮০–৯০টি গাছ কেটে দিয়েছে এবং চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। এখন বাড়ি থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না। আমি পরিবারের নিরাপত্তা ও ন্যায্য বিচার চাই।
সরেজমিনে দেখা যায়, আজিজের বাড়ির পাশের চলাচলের পথ পুরোপুরি কাটা বেড়া দিয়ে বন্ধ করা হয়েছে। অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে। এতে পরিবারের চলাচল ও নিরাপত্তায় মারাত্মক প্রভাব পড়েছে।
স্থানীয় আবুল বশারসহ কয়েকজন ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ দুই পরিবারের মধ্যে চলছিল। এই বিরোধের জের ধরেই আজিজের বাগানে তাণ্ডব চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু সমাধান দাবী জানাচ্ছি।
অভিযুক্ত লিটন ও তার ভাই শাহাবুদ্দিন বলেন, আজিজের বাড়ির মধ্যে আমাদের ৪ শতাংশ জমি রয়েছে। আমাদের জমির গাছ আমরা কেটে দখল করেছি। আমরা তার চলাচলের পথ বন্ধ করিনি। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এরশাদুল হক ভুঁইয়া বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।