
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুকুম এলাকায় মাছধরা শেষে ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতরা সবাই ওমানের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। বাকি দুইজনের পরিচয় জানার চেষ্টা চলছে।