
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ আদালতের রায় ঘোষণার একমাস ৫ দিন পর জাতীয় পার্টি জেপির নেতা মাহিবুল হোসেনকে ভান্ডারিয়া পৌর মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৮ অক্টোবর বুধবার নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
জানাগেছে, ২০২৩ সালের ১৭ জুলাই তারিখে প্রথম বারের মত পিরোজপুর জেলার ভাÐারিয়া পৌরসভায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে “নৌকা” প্রতীকের প্রার্থী জনাব ফাইজুর রশিদ খসরু ব্যাপক অনিয়ম ও কারচুপির মাধ্যমে মেয়র নির্বাচিত হন।
উক্ত নির্বাচনে “নৌকা” প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে “বাই সাইকেল” প্রতীকের মেয়র প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিম পিরোজপুর জেলা নির্বাচনী ট্রাইবুনালে আপিল করেন। এতে পিরোজপুর জেলা নির্বাচনী ট্রাইবুনাল দীর্ঘদিন শুনানীশেষে গত ০৩ সেপ্টেম্বর, ২০২৫ইং তারিখে মেয়র হিসাবে “নৌকা” প্রতীকের প্রার্থী মো. ফাইজুর রশিদ-কে নির্বাচিত ঘোষণার গেজেট বাতিল করে “বাই সাইকেল” প্রতীকের প্রার্থী মো. মাহিবুল হোসেন-কে নির্বাচিত মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশিদ খসরু নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির (জেপি মঞ্জু) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম পেয়েছেন ৫ হাজার ৭১ ভোট।