
সঞ্জিব দাস, গলাচিপা// পটুয়াখালীর গলাচিপায় ২য় স্ত্রী ফাতেমা বেগমকে একাধিকবার ডিভোর্স দিয়ে পালিয়ে নিয়ে ঢাকায় পলায়ন ছেলের বাবা মজিবর সিকদার ছেলেকে ধরিয়ে দিতে পারলে একলক্ষ টাকা পুরস্কার দিবেন বলে গণ মাধ্যমের কাছে ঘোষনা দেন।
ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের উত্তর চরখালী গ্রামে। ছেলের নাম হ”েছ হাসান পিতার নাম হ”েছ মজিবর সিকদার। এবিষয়ে মজিবর সিকদার জানান দীর্ঘ দশ বছর আগে গলাচিপা পৌরসভার ৫নং ওয়ার্ডের হারুন মেকারের মেয়ে শাবনুর আক্তারের সাথে হাসান সিকদারের শরা-শরীহ্ মোতবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তান রয়েছে। দীর্ঘ ছয় মাস আগে গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের হালিম মেলকারের মেয়ে ফাতেমা বেগমকে বিবাহ করেন হাসান সিকদার।
বিবাহের পরে শাবনুর আক্তারের নারী শিশু মামলায় গ্রেফতার হন হাসান সিকদার। গ্রেফতারের পর থেকে হাসান সিকদার পটুয়াখালীর জেল হাজতে থাকেন। পরবর্তীতে হাসান সিকদারের বড় ভাই অলিউল সিকদারের নের্তৃত্বে হাসান সিকদার জেল থেকে বেড়িয়ে শাবনুর আক্তারের সাথে প্রায় এক সপ্তাহ ভালো ব্যবহার করেন। পরে হাসান সিকদার ফাতেমা বেগমকে পটুয়াখালী নোটারী পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে স্বামী কর্তৃক স্ত্রী ফাতেমা বেগমকে তালাক ঘোষনা করেন যার রেজি: নং- ১৪৬১/২৫।
পরবর্তীতে হাসান সিকদার গলাচিপা কাজী অফিসের মাধ্যমে ফাতেমা বেগমকে স্বামী কর্তৃক তালাক প্রদান। এনিয়ে গলাচিপায় প্রতিক্রিয়া সৃষ্টি হয় হাসান সিকদার রাতের আধারে ১ম স্ত্রী শাবনুর আক্তারকে ফেলে রেখে ২য় স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে পালিয়ে যায়।
এবিষয়ে তার বাবা মজিবর সিকদার বলেন, আমার ছেলেকে কেউ ধরিয়ে দিতে পারলে আমি তাকে একলক্ষ টাকা পুরস্কার প্রদান করিবো।