1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় কালোমুখো হনুমান, জনমনে কৌতূহল ও উদ্বেগ - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

ভান্ডারিয়ায় কালোমুখো হনুমান, জনমনে কৌতূহল ও উদ্বেগ

  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ভান্ডারিয়ায় (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় হঠাৎ করেই দেখা মিলেছে একটি বিপন্ন প্রজাতির কালোমুখো হনুমানের। লোকালয়ের ভেতরে এই অপ্রত্যাশিত আগমনে একদিকে যেমন জনমনে কৌতূহল, তেমনি তৈরি হয়েছে কিছুটা উদ্বেগ। লোকালয়ের ভেতর ঢুকে পড়া এই প্রাণিটি দেখতে ভিড় জমায় এলাকাবাসী।

সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে হনুমানটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। কেউ কলা, কেউ বিস্কুট বা পানির বোতল এগিয়ে দেয়, আবার কেউ মোবাইল ক্যামেরা নিয়ে পিছু নেয়। সবশেষে শনিবার দুপুরে লক্ষিপুরা মহল্লায় দেখা মিললো কালোমুখো হনুমানটির। বিশেষজ্ঞদের মতে, কালোমুখো হনুমান, যেটি এখন বাংলাদেশে অত্যন্ত বিরল হয়ে উঠেছে।

এটি প্রাণিটি মূলত দলবদ্ধভাবে চলাচল করে। কিন্তু এটির একা লোকালয়ে আসা হয়তো কোনো কারণে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অথবা খাবারের সংকটে লোকালয়মুখী হয়েছে। স্থানীয় বাসিন্দা মো. দিদার মাহমুদ এবং মো. হানিফ জানান, বুধবার দুপুর ১২টা নাগাদ হনুমানটি বেপারী বাড়ী দেয়ালের ওপর অবস্থান নেয়।

প্রায় আধাঘণ্টা সেখানেই বসেছিল। এতে গ্রামের উৎসুক মানুষ ভিড় জমায়। কেউ কেউ এটিকে বানর, আবার কেউ কেউ উল্লুকও মনে করেছে। এসময় অনেকই কলা খেতে দেন। তবে শিশু আর কৌত‚হলী মানুষের চিৎকার চেঁচামেচিতে হনুমানটি বিরক্ত হয়ে একপর্যায়ে ছুটাছুটি করে আন্য স্থানে চলে যায়।

প্রত্যক্ষদর্শী কলেজছাত্র মোঃ তাওসিফ খান বলেন, আমি জীবনে প্রথম এমন হনুমান দেখলাম। কালো মুখ, লম্বা লেজ। খুব মায়াবি চেহারা। প্রাণিটির যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য এটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়ার দাবি জানান।

স্থানীয় পরিবেশবাদী মাইদুল ইসলাম জানান, এ ঘটনা শুধু একটি বন্য প্রাণির লোকালয়ে প্রবেশ নয়, এটি একটি বড় বার্তা বহন করে- প্রকৃতি এখন হুমকির মুখে। বনাঞ্চল ধ্বংস, খাবারের সংকট ও জলবায়ু পরিবর্তনের কারণে বন্য প্রাণিরা এখন আশ্রয় ও খাবারের সন্ধানে মানুষের দ্বারস্থ হচ্ছে।

উপজেলা বন কর্মকর্তা মো. সফিউর রহমান জানান, হনুমানটি ‘দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানের কোনো ক্ষতি বা বিরক্ত না করতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। অবশ্য এটি কারও কোন ক্ষতি করছে না। বনবিভাগের খুলনা একটি দপ্তর বন্য প্রাণী নিয়ে কাজ করে বিষয়টি তাদের অবহিত করলে তারা এটির ব্যবস্থা নিবে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.সুদেব সরকার বলেন, শুক্রবার ‘কালোমুখো হনুমান লোকালয়ে আসার খবর পেয়েছি। পন্যবাহী ট্রাক বিশেষ করে কলার বোঝাই ট্রাকে চলে আসে। বিষয়টি বন বিভাগের তারা যদি আমাদের সহযোগিতা চায় তাহলে সহযোগিতা করা হবে।

ভাÐারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, ‘খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরছে কালোমুখো হনুমানটি। দ্রæত এবং ঘন ঘন স্থান পরিবর্তনের ফলে প্রাণীটিকে উদ্ধার করা কঠিন হলেও স্থানীয়দের সহায়তায় এটি উদ্ধারের উদ্যোগ নিয়েছি।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network