
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : পি আর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলাম। কেন্দ্রের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি আজ রবিবার বিকেলে ভোলা প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে ভোলা জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রধান করে।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির ভোলা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম,মিডিয়া বিভাগের প্রধান অধ্যাপক আমির হোসেন সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।