1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেপ্তার - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

পটুয়াখালী প্রতিনিধি// পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাক ও ডাকাতির সরঞ্জামাদিসহ ৮ ডাকাত গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

 

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে পটুয়াখালী পৌরশহরের শশ্মানঘাটের সামনের সড়কে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

 

রোববার (১২ অক্টোবর) বিকালে সদর থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

 

প্রেসব্রিফিংয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম সজল বলেন, দেশের বিভিন্ন জেলার সমন্বয়ে একটি ডাকাতচক্র পটুয়াখালী শহরে প্রবেশ করে ডাকাতি করবে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থানে নজরদারি ও তথ্যের মাধ্যমে ডাকাতদলের অবস্থান শনাক্ত করে । রাত আড়াইটার দিকে ডাকাতচক্রটি ডাকাতি কাজে ব্যবহৃত তাদের ট্রাক পৌরশহরের শশ্মানঘাটের সামনে সড়কে দাঁড় করিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার একপর্য়ায়ে পুলিশ ডাকাতদলকে ঘিরে ফেলে এবং ৮ সদস্যের পুরো চক্রটিকে গ্রেপ্তার করে।

 

এ সময় তাদের কাছ থেকে হলুদ ও নীল রংয়ের ট্রাক (বগুরা-ট-১১-০৩৯২,), লোহার হাতলযুক্ত ভারি তালা ও গ্রিল কাটার, লোহার হালকযুক্ত হাতুড়িসহ নানা ডাকাতি কাজে ব্যবহৃত নানা সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে ইতোমধ্যে এই চক্রটি দেশের বিভিন্ন জেলায় ডাকাতিতে জড়িত ছিল এবং এদের কয়েকজন ধরা পড়ার পর কারাগারেও ছিল বলে স্বীকার করেছে। পুলিশ বিভিন্ন থানা সূত্রে এই ডাকাত চক্রের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পেয়েছে।

 

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেনÑ পটুয়াখালীর কলাপাড়ার মো. হারুন (৩০), বরগুনার আমতলীর মো. মনির হাওলাদার (৩২) , মো. রনি চৌকিদার (২৬) ও আ. রাজ্জাক (৩০), নারায়ণগঞ্জের ফতুল্লার মো. জাহাঙ্গীর আলম (৩৬), পটুয়াখালীর গলাচিপার মো. মোস্তফা হাওলাদার (৩৭), বরিশালের বাকেরগঞ্জের মো. সুমন তালুকদার (২৫), চাঁদপুরের উত্তর মতলব এলাকার মো. ওয়াসিম (৩৫)। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network