1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে চালক হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

চরফ্যাশনে চালক হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি// ‎ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় আরোহী মো. কালু নামে একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি মিন্টিজ ওরফে মো.শাজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।


‎মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে চরফ্যাশন আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।


‎আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে আলাউদ্দিন গাছির মোটরসাইকেলে চড়ে কালু দুলারহাট বাজার থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি নিখোঁজ থাকেন। পরদিন সকালে চরফ্যাশন উপজেলার আলীগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নূরেআলম পাটোয়ারীর বাড়ির পশ্চিম পাশে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ।


‎আরও জানা যায়, পুলিশ তদন্ত শেষে মো. মিলন, মো. জামাল, মো. ফিরোজ, মো. শাহাবুদ্দিন এবং মো. মিন্টিজ ওরফে শাজাহান এই পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটে উল্লেখ করা হয়, মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে আসামিরা পথরোধ করে গামছা দিয়ে কালুর গলা পেঁচিয়ে তাকে হত্যা করে। দীর্ঘ শুনানি ও ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত রায় ঘোষণা করেন। এতে আসামি মিন্টিজ ওরফে মো.শাজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এবং সাক্ষ্যপ্রমাণের অভাবে আসামি মো. মিলন, মো. জামাল, মো. শাহাবুদ্দিন ও মো. ফিরোজকে খালাস দেন আদালত।


‎রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. হযরত আলী হিরণ এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এএইচএম জাবেদ করিম।


‎রাষ্ট্রপক্ষের আইনজীবী হযরত আলী হিরণ বলেন, ন্যায়ের ভিত্তিতেই রায় দেওয়া হয়েছে। এতে নিহত পরিবারের ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

‎রায় ঘোষণার পর আদালতের বিচারক মো. শওকত হোসাইনকে স্থানীয় আইনজীবী ও সাধারণ মানুষ ধন্যবাদ জানান। তাদের মতে, দীর্ঘদিনের আলোচিত এ মামলায় আদালত সাহসী ও ন্যায়সংগত রায় দিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network