
লালমোহন (ভোলা) প্রতিনিধি: মোহাম্মদ মোছলেহ উদ্দিন মিলন। দীর্ঘ ৩৮ বছর ৪ মাস ১৪ দিন প্রধান শিক্ষক হিসেবে চাকরি করেছেন ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ে। উপজেলার লালমোহন ইউনিয়নের ওই বিদ্যালয়টিতে ১৯৮৭ সালের জুন মাসে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি।
যোগদানের পর থেকে অজোপাড়া গায়ে বিলিয়ে গেছেন জ্ঞানের আলো। তার অনেক শিক্ষার্থীই এখন সফল। শিক্ষার্থীদের কেউ হয়েছেন শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তা, আবার কেউ কেউ হয়েছেন সফল ব্যবসায়ী। দীর্ঘ সাড়ে ৩৮ বছরের পেশায় সততা এবং নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেছেন মোহাম্মদ মোছলেহ উদ্দিন মিলন।
বুধবার তার এই বর্ণাঢ্য শিক্ষকতা পেশার শেষ কর্মদিবসে তাকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীরা আয়োজন করেন অবসরজনিত বিদায় সংবর্ধনার। সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয়ের মাঠে চলে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও বিভিন্ন রাজতৈনিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ মোছলেহ উদ্দিন মিলন বলেন, ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে সব সময় সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। চলাফেরা করেছি বিনয়ের সঙ্গে। শিক্ষার্থীদের সব সময় ¯েœহ করেছি। এলাকার সর্বশ্রেণির মানুষজনকে শ্রদ্ধা করেছি, ভালোবেসেছি।
তবে আমি যেহেতু মানুষ, তাই নিজের অনিচ্ছায় এবং অজান্তে ভুল হতে পারে। তাই সবার কাছে ক্ষমাপ্রার্থণা করছি। সবাই দোয়া করবেন অবসর সময়গুলো যেন সুন্দরভাবে পার করতে পারি। একইসঙ্গে এই বিদ্যালয় যেন সুনামের সঙ্গে ভবিষ্যতে আরো এগিয়ে যায় এ জন্য কর্মরত শিক্ষক-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের অনুরোধ করেন তিনি। ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহŸায়ক মোশারফ হোসেন মতিন।
এছাড়া বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এ সময় সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক আজিজুল ইসলাম, লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।