
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে কঁচা ও বলেশ্বর নদীতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও মৎস্য বিভাগ।
বুধবার রাতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব উজ্জ্বল হালদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধ কারেন্ট জালসহ দুইজন জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. বাবু (৩০) ও মোঃ ইব্রাহিম (৩৫)।
মৎস্য সংরক্ষণ ও রক্ষা আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদÐ ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, ভাÐারিয়া থানা পুলিশ এবং মৎস্য দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
পরে ১,৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় অক্টোবর মাসে দেশের বিভিন্ন নদীতে জোরদার অভিযান পরিচালনা করছে মৎস্য অধিদপ্তর।