
ভোলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নে মোহাম্মদ আলী পিতা মৃত সেকান্দরের বসত ঘর ভেঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগে ভোলা সদর থানায়, দুলাল, শাকিল,সাদ্দাম হোসেন,শাজাহান,জিসিম, রুহুল আমিন, বিল্লাল, মোঃ আনোয়ার হোসেন সহ আট জনের বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা দায়ের করে।
মোহাম্মদ সেকান্দর আলি বাদী হয়ে ভোলা সদর থানায় মামলা দায়ের করেন, মামলা নং৩২/২৫ মামলার প্রধান আসামি দুলালকে গ্রেফতার করার পর থেকেই প্রধান আসামির স্ত্রী নিলুফা বেগমের নেতৃত্বে বাকি আসামিদের স্ত্রী সহ একটি কুচক্রী মহল ভোলা সদর থানার ওসি ও মামলার আয়ুর বিরুদ্ধে একটি মানববন্ধন করে মামলাকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, মামলার আসামিরা জোর পূ্র্বক ঘর ভেঙ্গে নিয়ে যায়, বাদা দিলে তাদের উপর হামলা করে দুলাল বাহিনী, পরে দুলাল সহ বাকি আসামিদেরকে বাঁচাতে দুলালের স্ত্রী ভোলা সদর থানার ওসি ও এস আই জহিরুলের বিরুদ্ধে যে মানববন্ধন করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
ভোলা সদর থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ ও এস আই জহিরের বিরুদ্ধে মানববন্ধন করায় ভোলার বিভিন্ন মহল নিন্দা জানিয়েছে। কারণ এই ওসি ভোলায় যোগদানের পর থেকেই মাদক কারবারি ও চাঁদাবাজ,ও সন্ত্রাসীদে বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।