
অনলাইন ডেস্ক// সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার চকনিহাল এলাকার একটি ডোবা থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে স্থানীয়দের সহযোগিতায় ডোবায় তল্লাশি চালিয়ে কঙ্কালগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া কঙ্কালটি গত ৯ অক্টোবর নিখোঁজ হওয়া সলঙ্গার অলিদহ দক্ষিণপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে অটোরিকশাচালক আমিনুল ইসলামের। কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখে আমিনুলের মা মরদেহটি শনাক্ত করেছেন।
শনিবার ডোবার কচুরিপানার ভেতরে কঙ্কাল দেখতে পান এক কৃষক। বিষয়টি অন্যদের অবগত করলে জরুরি সেবা নম্বর ৯৯৯- এ ফোন করা হয়। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্যান্টের ভেতরে থাকা দুটি পায়ের কঙ্কাল উদ্ধার করে। এরপর আরও তল্লাশি চালিয়ে মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের কঙ্কাল উদ্ধার করা হয়।
সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে প্যান্টের ভেতরে দুটি পায়ের কঙ্কাল উদ্ধার করা হয়। পরে মাথার খুলিসহ শরীরের অন্যান্য অংশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।