
মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে মৃধা বাড়ির নাহিদ (৮) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ২৪ঘণ্টা পরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুর দুইটার সময় ইউনিয়নের পাকডাল গ্রামের নাসির গাজীর পুকুর থেকে ঐ লাশ উদ্ধার করা হয়েছে।
নাহিদ ঐ গ্রামের নিজাম মৃধার ছেলে। তিনি পেশায় একজন প্রাইভেট কার চালক। তার তিন সন্তানের মধ্যে নাহিদ দ্বিতীয়।
ঘটনার বিষয় নাহিদের মা ছালামা বেগম জানান, “গতকাল শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ নাহিদের কথা মনে হলে খুজতে গেলে কোথাও খুঁজে পাইনি নাহিদকে। পরবর্তীতে এলাকার লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, আমরাও খোঁজাখুঁজি করি , আজ সকালে মাইকিং করা হয়েছে। দুপুরে পুলিশ এসে খোঁজাখুঁজি করে পুকুর থেকে আমার নাহিদকে উদ্ধার করেছে। আমার সন্তান মানসিক ভারসাম্যহীন, শারীরিক ভাবেও অসুস্থ ছিলো”
স্থানীয়সূত্রে জানা যায়, নাহিদ শারীরিক ও বাক প্রতিবন্ধী। সে অন্যান্য আর পাঁচটা শিশুদের থেকে আলাদা। তবুও আমাদের সকলের খুব আদরের ছিল। নাহিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আাক্তারুজ্জামান সরকার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং পুলিশের সহায়তায় পাশের বাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, হয়তো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।