1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়া-কুয়াকাটায় মালিকবিহীন কুকুর-বিড়ালকে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

জলাতঙ্ক প্রতিরোধে

কলাপাড়া-কুয়াকাটায় মালিকবিহীন কুকুর-বিড়ালকে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া : মরণব্যাধী জলাতঙ্ক রোগ প্রতিরোধে কলাপাড়া ও কুয়াকাটায় মালিকানাবিহীন কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদানের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে কলাপাড়া পৌরসভার আয়োজনে এবং পটুয়াখালী অ্যানিমেল লাভার্সের সার্বিক সহযোগিতায় কলাপাড়া পৌরসভা প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাউছার হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রাণীপ্রেমীরা।
অন্যদিকে দুপুরে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণে একই কর্মসূচির উদ্বোধন করেন কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
কর্মসূচির আওতায় কলাপাড়া ও কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন স্থানে ধাপে ধাপে মালিকানাবিহীন কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও কাউছার হামিদ বলেন, “জলাতঙ্ক একটি ভয়াবহ রোগ। সচেতনতা ও টিকা প্রদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। পৌরসভার এই উদ্যোগ প্রশংসনীয়।”
পৌর প্রশাসক ইয়াসীন সাদেক জানান, “মানুষের নিরাপত্তা ও জনস্বাস্থ্যের স্বার্থে মালিকানাবিহীন প্রাণীদের টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network