1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে সৌদি আরবের পরিকল্পনা ফাঁস! - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে সৌদি আরবের পরিকল্পনা ফাঁস!

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধপরবর্তী পরিস্থিতি নিয়ে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, যা ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে।

 

বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশ্যে এসেছে। এতে দেখা গেছে, গাজার ভবিষ্যত নিয়ে কী কী পরিকল্পনা করছে সৌদি আরব। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- হামাসকে গাজায় কোণঠাসা করে ফেলা এবং তাদের নিরস্ত্র করা। এছাড়া মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটিকে (পিএ) শক্তিশালী করতে সহায়তা করা।

 

গাজা নিয়ে যেসব পরিকল্পনা নিয়েছে সৌদি। মূলত তিনটি প্রধান পরিকল্পনার অধীনে আরও বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে সৌদি কর্তৃপক্ষ। এগুলো হলো-

 

১. হামাসকে দুর্বল ও নিরস্ত্র করা

ভূমিকা সীমিতকরণ: গাজার প্রশাসনে হামাসের প্রভাব কমিয়ে আনা হবে।

নিরস্ত্রীকরণ: আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তির মাধ্যমে নিরপেক্ষতা নিশ্চিত করে ‘ধাপে ধাপে’ হামাসকে নিরস্ত্র করার প্রক্রিয়ায় সমর্থন দেওয়া।

কোণঠাসা করা: সৌদি আরব মনে করে ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ার জন্য বাধা হলো হামাস। এজন্য তাদের কোণঠাসা করা হবে।

গাজার ক্ষমতা হস্তান্তর: গাজার শাসন ক্ষমতা ধাপে ধাপে ফিলিস্তিনি অথরিটিরি (পিএ) হাতে তুলে দেওয়া।

২. ফিলিস্তিনি অথরিটির (পিএ) সংস্কার ও সহায়তা

প্রাতিষ্ঠানিক সংস্কার: ফিলিস্তিনি অথরিটির কাঠামোগত পরিবর্তন করা।

যার প্রধান লক্ষ্য হলো- দুর্নীতি দূর করা, কাজের দক্ষতা বৃদ্ধি করা, ফিলিস্তিনের সকল গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

আর্থিক ও কারিগরি সমর্থন: ফিলিস্তিনি জনগণের জন্য জরুরি পরিষেবা নিশ্চিত করতে পিএ-কে অর্থ ও কারিগরি সহায়তা দেওয়া।

জাতীয় ঐক্য: ফিলিস্তিনি জাতীয় সংলাপের মাধ্যমে সব পক্ষকে পিএ-এর অধীনে এনে জাতীয় সংহতি জোরদার করা। এই আলোচনার সহায়তায় আঞ্চলিক সভা ও সম্মেলন আয়োজন করা হবে।

৩. আন্তর্জাতিক ভূমিকা ও লক্ষ্য

শান্তিরক্ষা বাহিনী: গাজায় স্থিতিশীলতা আনতে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন মোতায়েনকে সমর্থন করা। সৌদি আরব এই বাহিনীতে সৈন্য দিয়ে অবদান রাখতে পারে।

পরামর্শ: পরিকল্পনা বাস্তবায়নে মিসর, জর্ডান এবং ফিলিস্তিনি প্রশাসনের সাথে আলোচনা করা।

দীর্ঘমেয়াদী লক্ষ্য: এই উদ্যোগগুলোকে দ্বি-রাষ্ট্র সমাধানের (দুটি স্বাধীন রাষ্ট্রের ধারণা) সাথে যুক্ত করা। লক্ষ্য হলো ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী রুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তা করা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network