
নিজস্ব প্রতিবেক :: জেলা ছাত্রদলের অধীন নবনির্বাচিত সকল কলেজ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ।
আজ দুপুরে অশ্বিনী কুমার হলে বরিশাল জেরা ছাত্রদল আয়োজিত মতবিনিময় সভায় বরিশাল জেলা ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রিয়াদ রহমান।
বিশেষ অতিথি ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন সহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা সামনের জাতীয় নির্বাচনে সবাইকে ধানের শীষের পক্ষে এক হয়ে কাজ করার কথা জানান।