
নিজস্ব প্রতিবেদক : ইউপি সদস্য ও তার সহযোগিরা হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে আহতদের স্বজনরা জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী হাসান সুলভের সাথে একই বংশের সৈয়দ আলীমের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাতে নিজ এলাকার মসজিদের সামনে বসে সৈয়দ আলীম (৬০) ও তার ছেলে সৈয়দ তাসিনকে (২২) কুপিয়ে ও পিটিয়ে আহত করে ইউপি সদস্য সৈয়দ সুলভ ও তার সহযোগি সৈয়দ শান্ত, শিমুলসহ ৪/৫ জনে। এসময় সৈয়দ আলীমের চিৎকারে তার স্ত্রী লিয়া বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করে আহত করা হয়। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ইউপি সদস্যর সাথে সৈয়দ আলীমের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সৈয়দ মেহেদী হাসান সুলভ বলেন, হামলার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমাকে ফাঁসানোর জন্য আমার নাম বলা হচ্ছে। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।