
মোঃ সাদ্দাম হোসেন //বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, জননেতা এ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
শনিবার বিকেলে এ গণসংযোগ শুরু হয় কসাই মসজিদ এলাকা থেকে বাজার রোড, হাটখোলা হয়ে বাকলার মোড় পর্যন্ত হয়। পুরো পথজুড়ে নেতা-কর্মীরা স্লোগানে মুখরিত করে রাখেন এলাকার প্রধান সড়কগুলো।
এসময় এ্যাড. আবুল কালাম শাহীন বলেন, “জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার। জনগণকে সঙ্গে নিয়ে এই ৩১ দফা সফল করতে হবে।”
গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা লিফলেটের মাধ্যমে দলের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন।
এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপি’র রাষ্ট্রকাঠামো সংস্কার পরিকল্পনা পৌঁছে দেওয়া এবং জনগণকে বার্তা দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।