
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ইলিশ সংরক্ষণ অভিযানে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি মাছ জব্দ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত তেঁতুলিয়া নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে এসব জাল এবং মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী নেছার উদ্দিনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।