
নিজস্ব প্রতিবেদক // বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১ টায় পুরস্কার প্রদান করেন বিদ্যালয়ের গভার্নি বডির সভাপতি সহকারি এটর্নি জেনারেল (সুপ্রিম কোর্ট) এ্যাডভোকেট আসাদুজ্জামান খান জুয়েল।
চরহোগলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী এটর্নি জেনারেল এ্যাডভোকেট আসাদুজ্জামান খান জুয়েল। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।
সভাপতি আসাদুজ্জামান খান জুয়েল সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন- এই সংবর্ধনা কৃতি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। তাদের মেধা ও নিষ্ঠাই দেশের অগ্রগতির মূল শক্তি।