
নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রে জাল ফেলা নিয়ে জেলেদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে এক জেলে ট্রলারে সশস্ত্র হামলা চালিয়েছে হেলোন চৌকিদারের নেতৃত্বে ১০-১৫ জেলে।হামলায় রক্তাক্ত জখম হয় ট্রলার মালিক জুলমাত হাওলাদার ও তার ভাই রাজিব।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কুয়াকাটা সংলগ্ন কাউয়ারচর সাগর মোহনায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত জুলমাতকে দুপুরে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় একাধিক আঘাতে ক্ষত সৃষ্টি হয় এবং রক্তক্ষরণ শুরু হয়।
আহতের স্বজনরা জানান, জুলমাতের ট্রলারের জেলেরা সাগরে জাল ফেললে তাদের জালের সামনে হেলোনের ট্রলারের জেলেরা জাল ফেলে খুটা দেয়। জুলমাড সাগরে নেমে খুটা তুলে দিলে ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায় হেলোন ও তার সঙ্গীরা।
হামলার কথা অস্বীকার করেন অভিযুক্ত হেলোন। তবে তার ভাই মিলন চৌকিদার বলেন, দুই পক্ষের ঝামেলায় জুলমাত আহত হয়েছে। তাই তাকে চিকিৎসা করাতে তার স্বজনদের সাথে এসেছেন।
এরআগেও ধুলাসার সাগর মোহনায় জাল ফেলার সীমানা নির্ধারণ নিয়ে জেলেদের মধ্যে একাধিক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মহিপুর থানা পুলিশ জানায় হাৃমলার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তারা বিষয় টি দেখবেন বলে জানান।