
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে সংঘটিত বর্বর ঘটনায় শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশে জামায়াতে ইসলামী লালমোহন উপজেলার আয়োজনে দলটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম। এ সময় তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। সেদিনের শহীদদের আত্মত্যাগ ইসলাম ও ন্যায়ের সংগ্রামে নতুন প্রেরণা জোগায়।
আমরা সেসব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে ইসলামী আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহŸান জানান তিনি। সভা শেষে শহীদদের স্মরণে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওলানা নূর মোহাম্মদ হেলালির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জামায়াতে ইসলামীর পৌরসভা শাখার আমির কাজী মো. সাইফুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফেডারেশনের উপজেলা সভাপতি মো. আবুল হাসান, বায়তুল মাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাসনাইন আল মূসাসহ উপজেলা, পৌরসভা ওই বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।