1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ইউএনও’র সরকারি নম্বর ক্লোন করে টাকা দাবি - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

বরিশালে ইউএনও’র সরকারি নম্বর ক্লোন করে টাকা দাবি

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন কর্মকর্তার কাছে টাকা দাবি করেছে প্রতারকরা। নম্বর ক্লোনের বিষয়টি জানার পরপরই প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন ইউএনও।

 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে এ সংক্রান্ত একটি সচেতনতামূলক এবং প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য অনুরোধ জানিয়ে একটি ফেসবুক পোস্ট দেওয়ার পর বিষয়টি সবার নজরে আসে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে টাকা দাবি করে আসছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় কর্মকর্তারা ইউএনও’র ব্যক্তিগত নম্বরে ফোন করে ক্লোনের বিষয়টি নিশ্চিত হন।

 

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, আমার নম্বর ক্লোন করে উপজেলা সমবায় কর্মকর্তার কাছে অর্থ দাবি করা হয়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।

 

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নম্বর ক্লোনের বিষয়টি প্রচার করে কোনো রকমের অর্থ না পাঠানোর জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

 

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি আমাকে অবগত করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network