
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভান্ডারিয়ার প্রধান সড়কে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌর প্রশাসন।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে এই অভিযান পরিচালনা করা হয়। রাস্তা প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের লক্ষ্যে দীর্ঘদিনের দখলদারদের উচ্ছেদ করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
তারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সরু থাকায় যানজট ও জলাবদ্ধতা ছিল নিত্যদিনের ভোগান্তি। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ব্যবসায়ী যানবাহনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো।
স্থানীয় বাসিন্দা মোঃ তারেক আল আমীন জানান, এই সড়কটি ভান্ডারিয়া বাজারে প্রবেশের অন্যতম ব্যস্ততম সড়ক। এটি দক্ষিণাঞ্চলের মঠবাড়িয়া, কাঁঠালিয়া, বামনা, পাথরঘাটা সহ বিভিন্ন উপজেলার সঙ্গে ভান্ডারিয়া পৌর শহরের সাথে সংযোগ স্থাপন করেছে। এমনকি এই সড়ক দিয়ে পায়ে হেঁটেও চলা ছিল কষ্টসাধ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেহেনা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই অবৈধ দখলদারি। শহরের মূল সড়কগুলো প্রশস্ত করা ও সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার জন্য এ ধরনের অভিযান চলমান থাকবে।
জনগণের স্বার্থেই আমাদের এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। অভিযানে পৌরসভার কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রশাসনের এই কার্যক্রমে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছে।